Wellcome to National Portal
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিবি'র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০২৩

পরিচালনা পর্ষদ

১. জনাব মোঃ আবুল হোসেন

চেয়ারম্যান, আইসিএমএল এবং

ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি

মোঃ আবুল হোসেন 17 সেপ্টেম্বর 2019 সালে আইসিএমএল-এর বোর্ডে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি 21 আগস্ট 2019 সাল থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিনিয়োগ ব্যাংকিং, বিশেষায়িত ও বাণিজ্যিক ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা এবং আইসিটি কাজে জনাব হোসেনের 31 বছরেরও বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে। তিনি 1998 সালে আইসিবি-এর একজন সিস্টেম অ্যানালিস্ট/সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং একই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আইসিবিতে যোগদানের আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে, তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোং লিমিটেড (বিএটিবিসি), ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউনিলিভারসিএল), স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি), অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, ইউনাইটেডের পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল), অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং পদ্মা ব্যাংক লিমিটেড এর বোর্ড সদস্য হিসাবে তার পেশাদার দক্ষতার অবদান রাখছেন। জনাব হোসেন তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের জনহিতকর কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত।

 


২. ডঃ মোঃ হুমায়ুন কবির চৌধুরী

পরিচালক, আইসিএমএল এবং

অধ্যাপক, মার্কেটিং বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ডঃ মোঃ হুমায়ুন কবির চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বি.কম (অনার্স) এবং এম.কম মার্কেটিং-এ ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ভোক্তা আচরণে মার্কেটিং-এ এমবিএ এবং পিএইচডি করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে যোগদানের আগে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটিতে প্রো-ভাইস চ্যান্সেলর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডিন ও চেয়ারপার্সন, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 10 মে 2018 তারিখে আইসিএমএল-এ পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস এর একজন সিন্ডিকেট সদস্য।

 

 


৩. জনাব মোঃ জাহিদ হোসেন

পরিচালক, আইসিএমএল এবং

উপসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)

অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার

জনাব মোঃ জাহিদ হোসেন 25 আগস্ট 2022 তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে মনোনীত পরিচালক হিসেবে ICML-এ যোগদান করেন। বর্তমানে তিনি এফআইডিতে উপসচিব হিসেবে কর্মরত আছেন। এফআইডিতে যোগদানের আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি 2010-2011 সালে ইউএনডিপির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পর তিনি বিভিন্ন পদে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় এর স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে বিবিএতে স্নাতক এবং যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমএসসি করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনসংখ্যা বিজ্ঞানে স্নাতকোত্তর (এমপিএস) ডিগ্রি অর্জন করেছেন। তিনি শিক্ষাজীবনে বেশ কিছু বৃত্তি পেয়েছেন। তিনি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রাম, সেমিনার, কর্মশালা এবং আইন ও প্রশাসন, আর্থিক অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা, বাজেট এবং অ্যাকাউন্টিং সিস্টেম, পাবলিক প্রকিউরমেন্ট, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, ই-গভর্নমেন্ট এবং পাবলিক সার্ভিস ট্রান্সফর্মেশন ইত্যাদি বিষয়ে সংলাপে অংশগ্রহণ করেছেন। তাঁর জার্নাল অফ গ্লোবাল ইকোনমিতে অবকাঠামো উন্নয়নের জন্য ভারত ও বাংলাদেশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের উপর প্রকাশনা রয়েছে। তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, ব্রাজিল, নেদারল্যান্ড, মালয়েশিয়া, ফ্রান্স, স্পেন এবং আরও অনেক দেশ সফর করেছেন।


৪. ফৌজিয়া হক, এফসিএ

পরিচালক, আইসিএমএল এবং

পার্টনার

FAMES & R, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

মিসেস ফৌজিয়া 10 মার্চ 2021-এ আইসিএমএল-এ যোগদান করেন। তিনি বর্তমানে FAMES & R, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট-এর অংশীদার হিসাবে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এম.কম ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের একজন স্বীকৃত অ্যাকাউন্টিং স্পেশালিস্টদের মধ্যে একজন যিনি একজন পেশাদার এবং পরামর্শদাতা উভয় ক্ষেত্রেই ফাইন্যান্স, মাইক্রো-ফাইনান্স, অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট এবং অডিটিংয়ের ক্ষেত্রে 23 বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী। তিনি ব্র্যাক, বিশ্বের বৃহত্তম এনজিও, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে তার কর্মজীবন শুরু করেন। তিনি অ্যাকাউন্টের প্রস্তুতি এবং রক্ষণাবেক্ষণ, অ্যাকাউন্টিং সিস্টেম তৈরি এবং প্রবর্তন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতি পরীক্ষা এবং সুপারিশ, ব্যবসার মূল্যায়ন, তদন্ত, বাজেট নিয়ন্ত্রণ এবং আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতিতে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি সাধারণ বীমা কর্পোরেশন সহ বিভিন্ন বিখ্যাত সংস্থার বোর্ড সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন এবং গত ছয় বছর ধরে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের স্বাধীন পরিচালক ছিলেন। তিনি বিশ্বব্যাংকের আর্থিক পরামর্শক হিসেবেও কাজ করেছেন। তিনি ICAB-এর কাউন্সিল সদস্য এবং 2022 সালের জন্য ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


5. মোঃ আমজাদ হোসেন

পরিচালক, আইসিএমএল এবং

প্রাক্তন কমিশনার, বিএসইসি

জনাব মোঃ আমজাদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ব্যাংকিং ডিপ্লোমা পার্ট-১ সম্পন্ন করেছেন। তিনি ১৯৭৯ সালে জনতা ব্যাংক লিমিটেডের প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮১ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকে থাকাকালীন তিনি বিভিন্ন বিভাগ/শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক থেকে ২০১১ সালে নির্বাহী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি 2011 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব মোঃ আমজাদ হোসেন দেশে ও বিদেশে পুঁজিবাজার, আর্থিক বাজার, বিনিয়োগ এবং ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি 01 এপ্রিল 2022-এ বোর্ড সদস্য হিসেবে আইসিএমএল এ যোগদান করেন। 


 

6. রাজী উদ্দিন আহমেদ

পরিচালক, আইসিএমএল এবং

মহাব্যবস্থাপক, আইসিবি

জনাব রাজী উদ্দিন আহমেদ 22 মে 2022 তারিখে আইসিএমএল এর পরিচালক হিসেবে নিযুক্ত হন। 1990 সাল থেকে যোগদান করে তিনি বিগত 32 বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB) তে দায়িত্ব পালন করছেন। বর্তমানে, জনাব রাজী আইসিবিতে মহাব্যবস্থাপক (প্রশাসন) পদে অধিষ্ঠিত। জনাব রাজী উদ্দিন আহমেদ ১৯৮৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে জনাব রাজী বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিট, মার্চেন্ডাইজিং বিভাগ, এএমএল/সিএফটি ইউনিট, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সম্মতি বিভাগ এবং আইসিবি খুলনা শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন। এছাড়া তিনি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন। জনাব রাজী বাংলাদেশ অর্থনৈতিক সমিতির আজীবন সদস্য।


৭। মিসেস মাজেদা খাতুন

প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিএমএল

মহাব্যবস্থাপক, আইসিবি

 

মিসেস মাজেদা খাতুন ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৭ বছরের চাকরি জীবনে তিনি আইসিবি-র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আইসিএমএল-এ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি আইসিবি’র ব্রাঞ্চ এন্ড সাবসিডিয়ারি উইং-এর পাশাপাশি আইসিটি এন্ড ডিপোজিটরি উইং-এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এএমসিএল)-এর অপারেশনাল উইং-এ অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্বরত ছিলেন।

 

এ ছাড়া, আইসিবিতে ১৯৯৫ সালে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ইনভেস্টমেন্ট ব্যাংকিং-এ তার কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন শাখায় সফলতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি প্লানিং এন্ড রিসার্চ ডিপার্টমেন্ট/ডিভিশন, বাজেট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আইসিবি স্থানীয় কার্যালয়, ট্রানজেকশন ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডিভিশন ও ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছেন।

 

তিনি আইসিবিতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিসরূপ বিভিন্ন সময়ে প্রশংসিত হয়েছেন। তিনি ব্যবসায়িক পরিকল্পনা, পলিসি গাইডলাইন, গবেষণা-ভিত্তিক পোর্টফোলিও ব্যবস্থাপনা, সিস্টেম ডিজাইন, গ্রাহক সেবা সহজীকরণ এবং বিভিন্ন প্রতিবেদন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আইসিবি-র ১ম (২০১৪-১৮) এবং 2য় (২০১৯-২৪) পঞ্চবার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী কর্পোরেশনের বিভিন্ন বছরের বার্ষিক প্রতিবেদন প্রণয়নে তিনি সরাসরি যুক্ত ছিলেন যা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন ICAB, ICMAB, SAFA কর্তৃক পুরস্কার প্রাপ্ত। তিনি সরকারের সাথে আইসিবি-র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)-এর পারফরমেন্স ইন্ডিকেটর প্রণয়নে কাজ করেছেন। তিনি আইএএমসিএল-এ গবেষণা-ভিত্তিক সিকিউরিটিজ পোর্টফোলিও ব্যবস্থাপনা উন্নয়নেও কাজ করেছেন। তিনি আইসিবি’র বিভিন্ন ডিপার্টমেন্ট/ডিভিশন-এর ইন্টিগ্রেটেড সফট্‌ওয়্যার সিস্টেম ডিজাইনের সাথে জড়িত ছিলেন। তিনি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি, সিকিউরিটিজ অ্যানালাইসিস, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক সহায়তা গাইডলাইন, এপিএ, এসডিজি, উদ্ভাবন/সৃজনশীলতা মেন্টরিং ইত্যাদি বিষয়ের উপর রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে দায়িত্ব পালন করছেন।

 

মিসেস মাজেদা খাতুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ২০২০-২০২১ অর্থবছরের জন্য গ্রাহক সেবা সহজিকরণের জন্য শ্রেষ্ঠ উদ্ভাবক পুরস্কার অর্জন করেছেন। তিনি জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরে আইসিবি শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত হয়েছেন।

 

মিসেস মাজেদা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেছেন। তিনি বিআইবিএম এবং ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট, জার্মানির যৌথ সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে “Certified Expert in Risk Management (CERM)” সার্টিফিকেট প্রাপ্ত।

তাঁর পারিবারিক জীবনে এক কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে।