Wellcome to National Portal
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিবি'র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জুন ২০২৩

বিনিয়োগকারীদের হিসাব পরিচালনা (ইনভেস্টরস্‌ স্কিম)

ডিসক্রিশনারি অ্যাকাউন্ট

আইসিএমএল নিজস্ব বিবেচনার ভিত্তিতে অ্যাকাউন্ট পরিচালনা করে। আইসিএমএলের একটি পেশাদার দল ঝুঁকি হ্রাসের মাধ্যমে সতর্কতার সাথে আপনার পোর্টফোলিও তৈরি করবে।

সেবাসমুহঃ

  • আইসিএমএলের অভিজ্ঞ ও পেশাদার দল বিনিয়োগের সমস্ত সিদ্ধান্ত নেবে
  • পেশাদারিত্বের সাথে ঝুঁকি হ্রাস
  • মার্জিন অ্যাকাউন্টের ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা প্রদান
  • লভ্যাংশ এবং বোনাস শেয়ার সংগ্রহ
  • আইপিও / রাইট / আরপিওর জন্য আবেদন
  • ওয়েবসাইট লগইনের মাধ্যমে পোর্টফোলিও বিবরণী, আর্থিক বিবরণী ইত্যাদি প্রদান
  • বিইএফটিএন এর মাধ্যমে তহবিল উত্তোলন

বৈশিষ্ট্যঃ

  • ব্যক্তি এবং কর্পোরেশন যারা পোর্টফোলিও ম্যানেজার থেকে পেশাদার পরিষেবা চান
  • ব্যক্তি এবং কর্পোরেশন যাদের পুঁজিবাজারে কোন পূর্ব অভিজ্ঞতা নেই
  • আইসিএমএল অ্যাকাউন্টটি পরিচালনা করবে
  • সাবধানতার সাথে নির্বাচিত মৌলিক ভিত্তিসম্পন্ন সিকিউরিটিজের মাধ্যমে ঝুঁকি হ্রাস
  • বিনিয়োগের শৃঙ্খলাবদ্ধ ও নিয়মতান্ত্রিক পদ্ধতি
  • অধিক লাভের সুযোগ
  • লাভের নিশ্চয়তা প্রদান করা হয় না
  • পোর্টফোলিও পরিচালনার সমস্ত লাভ বা ক্ষতি বিনিয়োগকারীর
  • আয়কর রেয়াতের জন্য অনুমোদিত বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হবে। এছাড়া, বিনিয়োগ থেকে মূলধন লাভ ব্যক্তিদের জন্য সম্পূর্ণ কর অব্বাহতি পাবে (এনবিআরের অনুরূপ সুবিধার ধারাবাহিকতা সাপেক্ষে)

জরুরী তথ্যঃ

  • সর্বনিম্ন প্রাথমিক আমানত: ব্যক্তি ৫ লক্ষ টাকা

                                 প্রতিষ্ঠান ১০ লক্ষ টাকা

  • মার্জিন ঋণ অনুপাত ১: ০.৫০ (মার্জিন অ্যাকাউন্টের ক্ষেত্রে)
  • সর্বাধিক ঋণ সীমা: ৩৫ লক্ষ টাকা (মার্জিন অ্যাকাউন্টের ক্ষেত্রে)
  • সর্বনিম্ন সংরক্ষণের পরিমাণ: ৫০,০০০ টাকা (তহবিল উত্তোলনের ক্ষেত্রে হিসাব বন্ধ না করে)
  • সময়কাল: সর্বনিম্ন ১ বছর (প্রতি বছর শেষ হওয়ার পরে ১ বছর করে বাড়ানো)

ফি ঃ

  • অ্যাকাউন্ট খোলার ফি: ৮০০ টাকা
  • পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি: সিকিউরিটিজের বাজার মূল্যে বার্ষিক ২%
  • সেটেলমেন্ট ফি: লেনদেনের পরিমাণের উপর ০.৩৫%
  • সিডিবিএল চার্জ: ৪৫০ টাকা বার্ষিক
  • হিসাব বন্ধকরণ চার্জ: ৫০০ টাকা

(সমস্ত ফি পরিবর্তনযোগ্য)

প্রয়োজনীয় কাগজপত্রঃ

ব্যক্তিঃ

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি (প্রবর্তক দ্বারা সত্যায়িত)
  • মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি (আবেদনকারীর দ্বারা সত্যায়িত)
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (আবেদনকারী এবং মনোনীত ব্যক্তি উভয়ের)। মনোনীত ব্যক্তি যদি নাবালক হয় তবে অভিভাবকের এনআইডি ও অন্যান্য কাগজপত্র অবশ্যই আবেদনকারীকে দিতে হবে
  • জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি
  • এমআইসিআর চেকের পাতার / ব্যাংক হিসাব বিবরণী /ব্যাংক সনদ
  • গ্যাজেটেড অফিসার/ আইসিএমএল/ আইসিবি এর কোন প্রথম শ্রেণীর কর্মকর্তা/যে কোন বিনিয়োগকারী দ্বারা পরিচয় করিয়ে দেওয়া
  • বর্তমান ঠিকানা যাচাই করতে বিদ্যুৎ/টেলিফোন বিলের অনুলিপি
  • ১২ সংখ্যার টিন সনদের অনুলিপি (যদি থাকে)

কর্পোরেটঃ

  • প্রতিষ্ঠানের স্মারকলিপি এবং পরিচালনা সংঘ, কার্যবিবরণীর সিদ্ধান্ত, পরিচালকদের তালিকা এবং আমোক্তারনামা
  • ব্যবসায়ের সনদ
  • সংস্থার ই-টিআইএন এর অনুলিপি
  • অপারেটরের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত)
  • অপারেটরের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি
  • আইসিএমএল/গ্যাজেটেড অফিসার/ আইসিএমএল এর যে কোন বিনিয়োগকারী দ্বারা পরিচয় করিয়ে দেওয়া

নন-ডিসক্রিশনারি মার্জিন অ্যাকাউন্টঃ

নন-ডিসক্রিশনারি মার্জিন অ্যাকাউন্ট বিনিয়োগকারীর ইচ্ছাধীন পরিচালিত হয়। মার্জিন বিনিয়োগ হিসাব হওয়ায় আইসিএমএল ব্যক্তি / কর্পোরেট যারা পুজিবাজার বিনিয়োগ করতে চান তাদের জন্য মার্জিন ঋণ সুবিধা প্রদান করা হয়।

 

সেবা

  • মার্জিন ঋণ সুবিধা প্রদান
  • লভ্যাংশ এবং বোনাস শেয়ার সংগ্রহ
  • আইপিও / রাইট / আরপিওর জন্য আবেদন
  • ওয়েবসাইট লগইনের মাধ্যমে পোর্টফোলিও বিবরণী, আর্থিক বিবরণী ইত্যাদি প্রদান করা হয়
  • বিইএফটিএন এর মাধ্যমে তহবিল উত্তোলন
  • অনলাইন (ইমেইল / এসএমএস) এর মাধ্যমে ট্রেডিং
  • এসএমএস সতর্কতা
  • মূলধন উত্তোলনে ক্ষেত্রে কোন বাধা নেই
  • নতুন বিনিয়োগকারীদের পেশাদারিত্ব এর সাথে ঝুকি হ্রাসকরণ পরামর্শ প্রদান
  • সর্বনিম্ন পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি
  • মূলধন উত্তোলনে ক্ষেত্রে কোন বাধা নেই
  • নতুন বিনিয়োগকারীদের পরামর্শ প্রদান
  • ডিএসই মোবাইল অ্যাপস এর মাধ্যেমে শেয়ার ক্রয়-বিক্রয়

 

বৈশিষ্ট্য

  • বিনিয়োগকারীরা তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন
  • বিনিয়োগকারীরা সর্বনিম্ন প্রাথমিক আমানত জমা দিয়ে নন-ডিসক্রিশনারি মার্জিন হিসাব শুরু করতে পারেন
  • সুষ্ঠুভাবে ক্রয়-বিক্রয় সম্পাদনের জন্য সকল ধরণের সহায়তা প্রদান
  • নির্ধারিত ও সুরক্ষিত উপায়ে মার্জিন ঋন প্রদান
  • ক্লায়েন্টদের জন্য কেনা সমস্ত সিকিওরিটি পোর্টফোলিও ম্যানেজারের পক্ষে লিয়েন করা থাকবে।
  • আয়কর রেয়াতের জন্য অনুমোদিত বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হবে। এছাড়া, বিনিয়োগ থেকে মূলধন লাভ ব্যক্তিদের জন্য সম্পূর্ণ কর অব্বাহতি পাবে (এনবিআরের অনুরূপ সুবিধার ধারাবাহিকতা সাপেক্ষে)

গুরুত্বপূর্ণ তথ্য:

  • সর্বনিম্ন প্রাথমিক আমানত: টাকা ৫,০০০
  • মার্জিন ঋণ এর অনুপাত: ১: ০.৫০ (বিএসইসি এর নির্দেশনা ও তহবিল পর্যপ্ততার উপর নিরর্ভরশীল)
  • সর্বনিম্ন প্রাথমিক আমানত দিয়ে হিসাব খোলা হয়
  • কম ঝুঁকি গ্রহণকারী বিনিয়োগকারীরা এই জাতীয় বিকল্প গ্রহণ করতে পারে
  • বিনিয়োগকে ছাড়ের জন্য অনুমোদিত বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হবে। অধিকন্তু, বিনিয়োগ থেকে মূলধন লাভ ব্যক্তিদের জন্য সম্পূর্ণ কর-ছাড় (এনবিআরের অনুরূপ সুবিধার ধারাবাহিকতার সাপেক্ষে)

 

ফি ও চার্জঃ

  • হিসাব খোলার ফর্ম: ২০ টাকা
  • হিসাব খোলার ফি: ৫০০ টাকা
  • পোর্টফলিও ম্যানেজমেন্ট ফি: সিকিউরিটির বাজারমূল্যে বার্ষিক ০.২৫% (ত্রৈমাসিক চার্জ করা হবে)
  • স্টেলমেন্ট ফি: লেনদেনের মূল্যের উপর ০.৩৫%
  • প্রারম্ভিক জমা ন্যূনতম ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা;
  • মার্জিন ঋণের সুদ: বার্ষিক ১৩.৫% (ত্রৈমাসিক ভিত্তিতে আরোপ করা হবে)
  • সিডিবিএল চার্জ: ৪৫০ টাকা (বার্ষিক)
  • হিসাব বন্ধকরণ চার্জ: ৫০০ টাকা

(সমস্ত চার্জ পরিবর্তন সাপেক্ষে)

 

অ্যাকাউন্ট বন্ধ: নির্ধারিত বন্ধকরণ ফর্মে আবেদন

প্রয়োজনীয় কাগজপত্রঃ

ব্যক্তিঃ

  • একজন বিনিয়োগকারী নিজের নামে একটি এবং অন্য একজনের সহিত যৌথভাবে সর্বোচ্চ দুটি  হিসাব খুলতে পারবেন;
  • বিনিয়োগ হিসাবধারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের কপি;
  • হিসাবধারীর নামে পরিচালিত বানিজ্যিক ব্যাংক হিসাবের এমআইসিআর চেকের পাতা/ ব্যাংক হিসাব বিবরনী/ব্যাংক হিসাবের সনদের কপি;
  • টিআইএন সনদের কপি (যদি থাকে);
  • নমিনীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি, নমিনী অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন সনদের কপি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত);
  • ক্ষমতা অর্পনের ক্ষেত্রে ক্ষমতা গ্রহণকারী/অপারেটর এর ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি হিসাবধারী কর্তৃক সত্যায়িত হতে হবে;

 

প্রতিষ্ঠানঃ

  • সমিতির স্মারকলিপি এবং নিবন্ধ, বোর্ড রেজোলিউশন, পরিচালকদের তালিকা এবং পাওয়ার অব অ্যাটর্নি
  • ব্যবসায়ের সূচনা
  • সংস্থার ই-টিআইএন এর অনুলিপি
  • অপারেটর (গুলির) ২ কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত)
  • অপারেটরের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
  • জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের অনুকপি
  • আইসিএমএল/গ্যাজেটেড অফিসার/ আইসিএমএল এর যে কোন বিনিয়োগকারী দ্বারা পরিচয় করিয়ে দেওয়া

নন-মার্জিন নন-ডিসক্রিশনারি অ্যাকাউন্ট

ব্যক্তি/প্রতিষ্ঠান যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে আগ্রহী তাদের নিজ সিদ্ধান্তে নন-মার্জিন নন-ডিসক্রিশনারি  হিসাব পরিচালিত হয়। এই ধরণের হিসাবে ক্লায়েন্টদের কোনও মার্জিন ঋণ সরবরাহ করা হয় না।