Wellcome to National Portal
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিবি'র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০২৩

প্রধান নির্বাহী কর্মকর্তা / পরিচালক,

মিসেস মাজেদা খাতুন

প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিএমএল

মহাব্যবস্থাপক, আইসিবি

 

 

মিসেস মাজেদা খাতুন ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৭ বছরের চাকরি জীবনে তিনি আইসিবি-র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আইসিএমএল-এ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি আইসিবি’র ব্রাঞ্চ এন্ড সাবসিডিয়ারি উইং-এর পাশাপাশি আইসিটি এন্ড ডিপোজিটরি উইং-এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এএমসিএল)-এর অপারেশনাল উইং-এ অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্বরত ছিলেন।

এ ছাড়া, আইসিবিতে ১৯৯৫ সালে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ইনভেস্টমেন্ট ব্যাংকিং-এ তার কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন শাখায় সফলতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি প্লানিং এন্ড রিসার্চ ডিপার্টমেন্ট/ডিভিশন, বাজেট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আইসিবি স্থানীয় কার্যালয়, ট্রানজেকশন ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডিভিশন ও ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছেন।

তিনি আইসিবিতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিসরূপ বিভিন্ন সময়ে প্রশংসিত হয়েছেন। তিনি ব্যবসায়িক পরিকল্পনা, পলিসি গাইডলাইন, গবেষণা-ভিত্তিক পোর্টফোলিও ব্যবস্থাপনা, সিস্টেম ডিজাইন, গ্রাহক সেবা সহজীকরণ এবং বিভিন্ন প্রতিবেদন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আইসিবি-র ১ম (২০১৪-১৮) এবং 2য় (২০১৯-২৪) পঞ্চবার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী কর্পোরেশনের বিভিন্ন বছরের বার্ষিক প্রতিবেদন প্রণয়নে তিনি সরাসরি যুক্ত ছিলেন যা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন ICAB, ICMAB, SAFA কর্তৃক পুরস্কার প্রাপ্ত। তিনি সরকারের সাথে আইসিবি-র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)-এর পারফরমেন্স ইন্ডিকেটর প্রণয়নে কাজ করেছেন। তিনি আইএএমসিএল-এ গবেষণা-ভিত্তিক সিকিউরিটিজ পোর্টফোলিও ব্যবস্থাপনা উন্নয়নেও কাজ করেছেন। তিনি আইসিবি’র বিভিন্ন ডিপার্টমেন্ট/ডিভিশন-এর ইন্টিগ্রেটেড সফট্‌ওয়্যার সিস্টেম ডিজাইনের সাথে জড়িত ছিলেন। তিনি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি, সিকিউরিটিজ অ্যানালাইসিস, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক সহায়তা গাইডলাইন, এপিএ, এসডিজি, উদ্ভাবন/সৃজনশীলতা মেন্টরিং ইত্যাদি বিষয়ের উপর রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে দায়িত্ব পালন করছেন।

মিসেস মাজেদা খাতুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ২০২০-২০২১ অর্থবছরের জন্য গ্রাহক সেবা সহজিকরণের জন্য শ্রেষ্ঠ উদ্ভাবক পুরস্কার অর্জন করেছেন। তিনি জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরে আইসিবি শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত হয়েছেন।

মিসেস মাজেদা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেছেন। তিনি বিআইবিএম এবং ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট, জার্মানির যৌথ সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে “Certified Expert in Risk Management (CERM)” সার্টিফিকেট প্রাপ্ত।

তাঁর পারিবারিক জীবনে এক কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে।